Skip to main content

Posts

Showing posts from November, 2020

প্রতিদান - জসিম উদ্দিন

  প্রতিদান ------  জসিম উদ্দিন আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা আমি বাধি তার ঘর, আপন করিতে কাদিয়া বেড়াই যে মোরে করেছে পর, যে মোরে করিলো পথের বিবাগী, পথে পথে ফিরি তার লাগি, দিঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর, আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা আমি বাধি তার ঘর, আমার এ কুল ভাঙ্গিয়াছে যে বা আমি তার কুল বাধি, যে গেছে বুকে আঘাত করিয়া তার লাগি আমি কাদি, যে মোরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান, কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর, আপন করিতে কাদিয়া বেড়াই যে মোরে করেছে পর, মোর বুকে যে বা কবর বেধেছে আমি তার বুক ভরি, রঙ্গিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি, যে মুখে কহে নিটুরিয়া বানী আমি লয়েকরে তারি মুখ খানি, কত টাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর, আপন করিতে কাদিয়া বেড়াই যে মোরে করেছে পর,,,,